কলকাতা: কাজ করছে না ফেসবুক। দীর্ঘক্ষণ পরিষেবার বাইরে থাকল ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপও। ডেস্কটপ থেকে ফেসবুক অ্যাপলিকেশন ব্যবহার করার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন উপভোক্তারা। যদিও মোবাইলে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি বলেই জানিয়েছে ডাউন ডিটেক্টর। মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, তুরস্ক সহ গোটা ইউরোপ জুড়েই ঘণ্টাখানেকের ওপরে বন্ধ থাকে ফেসবুক পরিষেবা। সমস্যা দেখা দিয়েছে ভারতেও। কলকাতাতেও ফেসবুকে লগ ইন করতে পারছেন না উপভোক্তারা।





ভারতীয় সময়ে বিকেল ৪টে থেকেই ফেসবুক কাজ করছে না। উল্লেখ্য, গত মাসেও এমনই বিভ্রাটের সম্মুখীন হয়েছিল ফেসবুক। তবে রবিবারের ঘটনা এখনও পর্যন্ত চলতি বছরের সব থেকে বড় বিভ্রাট বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, শুধু ফেসবুকই নয়, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল অ্যাপলিকেশনেও একই সমস্যা দেখা গিয়েছে। এমনকি হোয়াটসঅ্যাপেও বিভ্রাট দেখা গিয়েছে বলে খবর। যদিও ট্যুইটার এখনও পরিষেবা সচল রেখেছে। তবে ঠিক কী কারণে এই বিভ্রাট, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।