নয়াদিল্লি: গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে মধ্যপ্রদেশে এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন বলে দাবি করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে গুনার সাংসদ বলেছেন, ‘আমি মধ্যপ্রদেশের ১১৫টি বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়েছি। মানুষের মধ্যে পরিবর্তনের জন্য শক্তি ও উত্থান দেখেছি আমি।’
অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই মধ্যপ্রদেশে কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে। ১৫ বছর পরে ফের এই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার ভোটগণনা। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কমলনাথের সঙ্গে আছেন সিন্ধিয়া। তবে তিনি নিজে এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না। এই কংগ্রেস সাংসদ বলেছেন, ‘গোটা কংগ্রেস দলের লক্ষ্য মধ্যপ্রদেশে বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। সেটা করতে পারলে তারপর দলীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী নির্বাচন করবে।’
গোষ্ঠীদ্বন্দ্ব অতীত, মধ্যপ্রদেশের ভোটে ঐক্যই কংগ্রেসের শক্তি, মুখ্যমন্ত্রী ঠিক করবে দল, দাবি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
09 Dec 2018 02:33 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -