নয়াদিল্লি: দীপাবলির মধ্যে বড় ঘোষণা যোগী আদিত্যনাথের। ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা হচ্ছে বলে জানালেন উত্তরপ্রদেশের মু্খ্যমন্ত্রী।
অযোধ্যা আমাদের ‘আন, বান অওর শান’ অর্থাত ‘সম্মান, গর্ব ও মর্যাদা’ বলে মন্তব্য করেছেন তিনি। অযোধ্যার প্রতি কেউ অবিচার করতে পারে না বলেও জানান তিনি।
দিনকয়েক আগেই এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করেছে যোগী সরকার। এবার পালা ফৈজাবাদের। অযোধ্যায় রামমন্দির নির্মাণের দাবিতে সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দেওয়ায় অসন্তুষ্ট বিজেপির একাংশ দাবি করছে, দরকার হলে মন্দির গড়তে অর্ডিন্যান্স আনা হোক। তার মধ্যেই মঙ্গলবার লখনউয়ে দীপোত্সব অনুষ্ঠানের ভাষণে এই বড় ঘোষণা করলেন আদিত্যনাথ। তিনি এও বলেন, অযোধ্যায় একটি মেডিকেল কলেজও হবে, যার নামকরণ করা হবে রাজা দশরথের নামে। এখানে ভগবান রামের নামে এখানে একটা বিমানবন্দরও বানাব আমরা।
ফৈজাবাদ বদলে হচ্ছে অযোধ্যা, দশরথের নামে মেডিকেল কলেজ, রামের নামে হবে বিমানবন্দর, ঘোষণা আদিত্যনাথের,
Web Desk, ABP Ananda
Updated at:
06 Nov 2018 06:06 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -