দক্ষিণ ২৪ পরগনা: পুলিশ সেজে প্রতারণা, সাট্টা ও জুয়ার ঠেক থেকে তোলা আদায়ের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকা থেকে গ্রেফতার আবগারি দফতরের প্রাক্তন কর্মী সহ ৪। ধৃতরা যাদবপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, আবগারি দফতরের প্রাক্তন কর্মী শঙ্করপ্রসাদ নন্দী চক্রের মূল পাণ্ডা। অভিযোগ, পুলিশের ভুয়ো পরিচয়ে চক্রের বাকি তিনজনকে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় সাট্টা ও জুয়ার ঠেক থেকে তোলা আদায় করতেন। রীতিমতো মাসোহারা নিত এই চক্র। বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে সেগুলি অন্যত্র বিক্রিও করা হত বলে অভিযোগ। পুলিশের দাবি, জেরায় ধৃতরা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই চক্র কাজ শুরু করে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি একটি ঠেক থেকে ২ লক্ষ টাকা না পেয়ে, একজনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভিআইপি ধাবা থেকে ৪ জনের দলটিকে হাতেনাতে পাকড়াও করে সোনারপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় অপহৃত ব্যক্তিকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় নগদ টাকা, বেশ কয়েকটি মোবাইল ও গাঁজা। এই চক্রে আর কেউ জড়িত কিনা, খতিয়ে দেখা হচ্ছে।