নয়াদিল্লি: কাজকর্মে এক-আধদিন ফাঁকি দিতে কার না ইচ্ছে করে! কিন্তু এই ঘোড়ার কর্মকাণ্ড একেবারেই আলাদা। কাজ করাটাই তার আদৌ পছন্দের নয়। কেউ তার পিঠে চড়তে চাইলেই সে মরে যাওয়ার ভান করে। এক আধবার নয়, প্রতিবারই। জিনগ্যাং নামে ওই ঘোড়ার কেউ পিঠে চড়ার চেষ্টা করলেই মৃত্যুর ভান করার মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
কিটার ক্লুবের সংগৃহীত এই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ফ্রাসিসকো জালাসার। ভিডিওতে একাধিক দৃশ্য রয়েছে। সবকটিতেই দেখা যাচ্ছে যে, কেউ তার সামনে এলেই মাটিতে পড়ে গিয়ে মৃত্যুর ভান করছে। তার এই অভিনয় দেখে হাসি চেপে রাখা ভার। ভিডিও শেয়ার করে জালাসার লিখেছেন, কেউ যাতে তার পিঠে চড়তে না পারে সেজন্য ঘোড়াটি মরে যাওয়ার অভিনয় করছে।


ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর ইতিমধ্যেই কয়েক লক্ষ ভিউ হয়েছে। ইউটিউবে প্রচুর মজাদার প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা। অনেকেই বলেছেন, জিনগ্যাংয়ের সঙ্গে তাঁদেরও অনেকটা মিল রয়েছে। একজন লিখেছেন, আমি যেমন মা বাসনপত্র ধোয়ার কথা বললে ঘুমের ভান করি। আর একজন লিখেছেন, ঘোড়াটি যেন আমার জীবনটাই তুলে ধরেছে।