নয়াদিল্লি: নারী সশক্তিকরণ নিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধুর করা একটি টুইট রিটুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজের জন্য নীরবে কাজ করে চলা মেয়েদের প্রকাশ্যে নিয়ে আসছে কেন্দ্রীয় সরকারের ভারত কি লক্ষ্মী প্রচার। এই প্রচার নিয়েই সিন্ধুর টুইট রিটুইট করেছেন প্রধানমন্ত্রী, সঙ্গে ট্যাগ করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।

২ মিনিটের বেশি এই ভিডিওয় দেখা যাচ্ছে সিন্ধু ও দীপিকাকে। সিন্ধু তাই নামে এক বৃদ্ধা গরীব ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন, তাঁর কথা প্রচার করেছেন তাঁরা। ভিডিওটি পোস্ট করে সিন্ধু টুইট করেন, সমাজ তখনই শক্তিশালী হয় যখন নারী ক্ষমতায়ন হয়, তাঁদের কৃতিত্বকে দেখা হয় গর্বের সঙ্গে! #ভারতকিলক্ষ্মী প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি সমর্থন করছি। এই প্রচার অসামান্য নারীদের অসামান্য সব কৃতিত্বের উদযাপন করছে।


টুইটটি রিটুইট করেন প্রধানমন্ত্রী। সিন্ধুর পাশাপাশি দীপিকাকে ট্যাগ করে তিনি লেখেন, ভারতের নারী শক্তি প্রতিভা, অধ্যবসায়, ইচ্ছাশক্তি ও আত্মোৎসর্গের প্রতীক। আমাদের শিক্ষা সব সময় আমাদের নারী সশক্তিকরণকে সমর্থন করতে শিখিয়েছে। এই ভিডিওর মাধ্যমে পিভি সিন্ধু ও দীপিকা পাড়ুকোন অসাধারণ সাফল্যের সঙ্গে #ভারতকিলক্ষ্মী-র বার্তা প্রচার করেছেন।