কুর্সি নিয়ে সেনা-বিজেপি দ্বন্দ্ব না মেটা পর্যন্ত আমাকে মুখ্যমন্ত্রী রাখুন, অনুরোধ করলেন মহারাষ্ট্রের এই চাষী
ABP Ananda, Web Desk | 01 Nov 2019 03:17 PM (IST)
প্রশাসন যদি তাঁর চিঠিকে গুরুত্ব না দেয়, তবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের হুমকিও গাডালে দিয়ে রেখেছেন।
মুম্বই: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর আসন নিয়ে বিজেপি-শিবসেনা ঝামেলা থামার কোনও লক্ষণ নেই। এর মধ্যে সমস্যার এক অন্যরকম সমাধান নিয়ে এলেন মহারাষ্ট্রের বীড় জেলার এক চাষী। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর আসন নিয়ে যতদিন না মতান্তর মেটে, ততদিন ওই পদ সামলাতে চান তিনি। চাষীর নাম শ্রীকান্ত বিষ্ণু গাডালে। বাড়ি কেজ তালুকের বাডমাউলি এলাকায়। মৌখিক নয়, মুখ্যমন্ত্রী হতে চেয়ে তিনি একেবারে চিঠি জমা দিয়েছেন বীড় কালেক্টরের কাছে। গাডালের বক্তব্য, মুখ্যমন্ত্রী হয়ে তিনি আগে রাজ্যের কৃষকদের সমস্যা মেটাতে চান। অসময়ে বর্ষার ফলে মহারাষ্ট্রের বহু জায়গায় কৃষকদের শস্যের ক্ষতি হচ্ছে, তাঁরা কার্যত পথে বসছেন। এই সমস্যা সমাধান আগে জরুরি বলে মনে করেন তিনি। গাডালে আরও লিখেছেন, কাটার জন্য ক্ষেতে ক্ষেতে ফসল যখন তৈরি, তখনই হঠাৎ বর্ষণের জেরে ফসলের প্রচণ্ড ক্ষতি হয়েছে। কৃষকরা এ বিষয়ে উদ্বিগ্ন। আর এই সময়ে বিজেপি-সেনা ব্যস্ত মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন তা নিয়ে। যতদিন না তাদের মতানৈক্য মিটছে, ততদিন তিনি মুখ্যমন্ত্রীর পদ সামলাতে চান। তিনি কৃষক সমস্যা মেটাবেন তো বটেই, তাঁদের ন্যায় বিচারও দেবেন। প্রশাসন যদি তাঁর চিঠিকে গুরুত্ব না দেয়, তবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের হুমকিও গাডালে দিয়ে রেখেছেন।