নয়াদিল্লি: কথায় আছে, উপরওয়ালা যখন দেন, তখন হাত উপুড় করেই দেন। অনেক সময় রাতারাতি কপাল ফিরে যায় কারুর কারুর। এমনই ঘটনা ঘটল মধ্যপ্রদেশের এক কৃষকের ক্ষেত্রে। মধ্যপ্রদেশের পান্না জেলার ওই দরিদ্র কৃষক জমিতে মাটি কোপানোর সময় পেলেন ৬০ লক্ষ টাকার হীরে। এই ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি।
লখন সিংহ নামের এক কৃষক চাষবাস করেই সংসার প্রতিপালন করেন। ৪৫ বছরের লখন এক টুকরো জমি লিজে নিয়েছিলেন। মাটি কোপানোর সময় একটা চকচকে পাথর নজরে পড়ে তাঁর। পাথরটি তুলে ভালো করে পরীক্ষা করে বুঝতে পারেন, ওই পাথর খণ্ড হীরে। পরে জানা যায়, তা ১৪.৯৮ ক্যারেট হীরে। এরপর এই ঘটনা আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে এবং লোকমুখে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, এই হীরের দাম ৬০ লক্ষ টাকার বেশি। গত শনিবার এই হীরে ৬০.৬ লক্ষ টাকায় নিলাম করা হয়েছে। লখন নামে ওই কৃষক সাক্ষাৎকারে বলেছেন, হীরে পাওয়ার পর তাঁর জীবন বদলে গিয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থে এবার তিনি তাঁর চার সন্তানকে ভালোভাবে পড়াতে চান।

লখন বলেছেন, যে মুহূর্তে আমি হীরেটি পেয়েছিলাম, তা কখনও ভুলতে পারব না। এই হীরেকে উপরওয়ালার আশীর্বাদ বলেই মনে করছেন তিনি। লখন বলছেন, উপরওয়ালার ইচ্ছে ছাড়া কোনও কিছুই সম্ভব নয়।