মেদিনীপুর: শুভেন্দু-সংঘাত আবহে মেদিনীপুরে মমতার সভা। জনসভা ঘিরে সাজো সাজো রব মেদিনীপুরে। সভা থেকে তৃণমূল নেত্রীর কী বার্তা নজর সেদিকেই। নানা জল্পনার মাঝেই ধান-শাক-সব্জি সামনে রেখে বক্তব্য রাখতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,


- পশ্চিম মেদিনীপুরের সব বিধায়করা এখানে এসেছেন
- আমরা অতীতকে ভুলি না
- ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো সভা
- কত লোক বাইরে দাঁড়িয়ে আছেন
- কৃষকদের পাশে ছিলাম-আছি-থাকব
- নবান্নের ধান ছুঁয়ে শপথ করলাম
- আমি সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই ভুলিনি
- আগামীকাল কৃষকদের আন্দোলনকে সমর্থন করছি
- কাল ব্লকে ব্লকে আন্দোলন হবে
- দল ভাঙছ, ঘর ভাঙছ, কৃষি আইন প্রত্যাহার কর, নয়তো সরে যাও
- নাম না করে বিজেপিকে আক্রমণ মমতার
- কঙ্কালকাণ্ড, কেশপুর যারা করেছে, আজ তারা বিজেপির বড় রক্ষক
- সিপিএম রক্ষক, বিজেপি ভক্ষক, কংগ্রেস তক্ষক
- এরা বলে কিনা বাংলা চালাবে?
- বহিরাগতদের আমরা বাংলা দখল করতে দেব না
- বহিরাগতরা এসেছে, টাকা বিলোচ্ছে
- কোনওভাবে কিনতে পারবে না তৃণমূলকে
- পিএম কেয়ার্সের টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশ কর
- কোন খবর সম্প্রচার হবে, সেটাও ঠিক করছে বিজেপি নেতৃত্ব
- আমফান -ক্ষতিপূরণে টাকা দিয়েছ, যে হিসেব চাইছ?’
- বলছে হয় জেলে এসো, নাহলে ঘরে থাকো
- আমরা জেলে থাকতে ভয় পাইনা, তোমার সঙ্গে বন্ধুত্ব করব না
- বাংলা কোনওদিন গুজরাত হবে না
- তোমার গুন্ডা আছে, তৃণমূলের মতো কর্মী নেই
- সোনার ধান দিয়েই তোমাদের বিদায় দেব বাংলা থেকে
- কাল থেকে ১০ তারিখ পর্যন্ত গাঁধীমূর্তির পাদদেশে অবস্থান
- সামনের সপ্তাহে যাব উত্তরবঙ্গেও
- তাজপুরে গভীর বন্দরে ২৫ হাজারের কর্মসংস্থান হবে
- খড়গপুর, মেদিনীপুরের ছেলেরা কাজ পায় যেন দেখতে হবে
- চুরি করে টাকা রাখার ব্যাঙ্ক বিজেপি
- লুঠেরার টাকার জন্য বড় আইডি কার্ড বিজেপি