রনথম্ভোরের গাইডরা জানিয়েছেন, টি ৫৭ বাঘের নাম সিংঘস্থ আর টি ৫৮ বাঘের নাম রকি। পার্কের জয়সিংপুরা এলাকার শর্মিলী ওই দুই বাঘের মা।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে কাসওয়ান জানিয়েছেন, টি ৩৯-নুর নামের একটি বাঘিনীর জন্য ওই দুটি বাঘের নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা একটি বাঘকে অপর বাঘের পিছন থেকে উঁকি মারতে দেখা যাচ্ছে। এরপরই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বাঘিনী নুরকেও ভিডিওতে এক ঝলক দেখা গিয়েছে। ভিডিও-র শুরুতেই তাকে পালিয়ে যেতে দেখা গিয়েছে।
ভিডিওটি শেয়ার করার পরই তা সোশ্যাল মিডিয়ার নজর কাড়ে। প্রচুর ভিউ-র পাশাপাশি নানা ধরনের মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
লড়াইয়ে কে জিতল, এই প্রশ্নের উত্তরও দিয়েছেন কাসওয়ান। তিনি জানিয়েছেন, সিংঘস্থ জয়ী হয়। তবে দুই বাঘের কেউই এই লড়াইয়ে গুরুতর কোনও চোট পায়নি।