নটিংহ্যাম: শিখর ধবনকে নিয়ে আশা হারাচ্ছে না ভারতীয় শিবির। বরং ছন্দে থাকা ওপেনারকে নিয়ে অপেক্ষা করতে চান বিরাট কোহলি-রবি শাস্ত্রীরা। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভারতের। তার আগের দিন দলের সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়ে দিলেন, ধবনকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ১০-১২ দিন পর।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বাঙ্গার বললেন, ‘ধবনকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আরও ১০-১২ দিন পরে। শিখরের মতো মূল্যবান প্লেয়ারকে আমরা হাতছাড়া করতে চাই না। ১০-১২ দিন পর ওকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় থাকব আমরা।’
তবে অন্তত চারটি ম্যাচে যে ধবনকে পাওয়া যাবে না, সেই ইঙ্গিত দিয়েছেন বাঙ্গার। নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধবনকে ছাড়াই হয়তো নামতে হবে ভারতকে। ঋষভ পন্থকে বিকল্প হিসাবে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাঙ্গার জানিয়েছেন, ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে পন্থকে দলের সঙ্গে প্র্যাক্টিস করানো হবে।
ধবনের পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন কে? বাঙ্গার ইঙ্গিত দিয়েছেন, কে এল রাহুল। বলেছেন, ‘ও মিডল অর্ডারে আগের ম্যাচগুলোতে খেলেছে বলে টপ অর্ডারে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, সে সম্পর্কে ধারণা রয়েছে। পাশাপাশি ও রাহুল দ্রাবিড়ের মতোই অনেকরকম পোজিশনে ব্যাট করতে পারে। সেটা আমাদের সুবিধা।’
ধবনকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১০-১২ দিন পরে, জানালেন সহকারী কোচ বাঙ্গার, রোহিতের সঙ্গে ওপেনিংয়ে সম্ভবত রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jun 2019 07:50 PM (IST)
অন্তত চারটি ম্যাচে যে ধবনকে পাওয়া যাবে না, সেই ইঙ্গিত দিয়েছেন বাঙ্গার। নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধবনকে ছাড়াই হয়তো নামতে হবে ভারতকে
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -