মুর্শিদাবাদে গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, বিজিবি-র বিরুদ্ধে এফআইআর
Web Desk, ABP Ananda | 19 Oct 2019 06:14 PM (IST)
মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে।
বহরমপুর: মুর্শিদাবাদে গুলিতে এক বিএসএফ জওয়ানের মৃত্যুর ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে এফআইআর করা হল। মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে। বিএসএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ পদ্মার চরে ভারতীয় মৎস্যজীবীদের সমস্যা সংক্রান্ত বিষয়ে বিজিবি-র সঙ্গে আলোচনা করতে যান বিএসএফ জওয়ানরা। ফ্ল্যাগ মিটিং চলাকালীন বিজিবি-র গুলিতে বিএসএফ-এর হেড কনস্টেবল বিজয়ভান সিংহের (৫১) মৃত্যু হয়। অপর এক জওয়ান রাজবীর যাদব জখম হন। বিএসএফ এই ঘটনার তদন্তের নির্দেশ দিলেও, আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি। আমরা প্রথমে গুলি চালিয়েছি বলে যে দাবি করছে বিজিবি, সেটা পুরোপুরি মিথ্যা। আমরা একটিও গুলি চালাইনি।’ বিএসএফ সূত্রে খবর, ভারতের তিন মৎস্যজীবীকে আন্তর্জাতিক সীমান্তের মধ্যে পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়ার অনুমতি দেওয়া হলেও, তাঁদের আটক করে বিজিবি। পরে দুই মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হয়। তবে তৃতীয়জনকে আটকে রাখা হয়। এ বিষয়ে আলোচনা করার জন্য একটি মোটরবোটে চড়ে ১১৭ ব্যাটালিয়নের বিএসএফ পোস্ট কম্যান্ডারের নেতৃত্বে ৬ সদস্যের দল যায়। সেই সময় এক বিজিবি জওয়ান পিছন থেকে গুলি চালান।