নয়াদিল্লি: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তি সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ প্রিয়ঙ্কা গাঁধীর। ২০১৯ এর লোকসভা নির্বাচনের ইস্তাহারে কংগ্রেস যে ‘ন্যায়’ প্রকল্পের মাধ্যমে ন্যূনতম আয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, তার খসড়া রচনায় ছিলেন অভিজিৎ বিনায়ক। গয়াল গতকাল বলেন, অভিজিৎ বিনায়ক অর্থনীতিতে নোবেল পাওয়ায় তিনি গর্বিত হলেও তাঁর ভাবনাচিন্তার সঙ্গে সহমত নন, কেননা অভিজিৎ বিনায়ক ‘বামপন্থী ভাবনা’র মানুষ এবং যে ‘ন্যায়’ কর্মসূচি তিনি সমর্থন করেন, ভারতের জনগণ ভোটে তা প্রত্যাখ্যান করেছেন, ফলে তিনি যা ভাবেন, তা মেনে নেওয়ার প্রয়োজন নেই।


প্রিয়ঙ্কা শনিবার গয়ালের তীব্র সমালোচনার পাশাপাশি কেন্দ্রের সরকারকে নিশানা করে বলেন, ‘ভেঙে পড়তে থাকা’ অর্থনীতির হাল ফেরানোই সরকারের কাজ, ‘কমেডি সার্কাস’ চালানো নয়। বিজেপি নেতারা নিজেদের কাজ করার পরিবর্তে অন্যদের সাফল্যকে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন গয়াল। হিন্দিতে কংগ্রেস সাধারণ সম্পাদক ট্যুইট করেন, নিজের কাজটা সততার সঙ্গে করেই নোবেল পেয়েছেন ওই অর্থনীতিবিদ। সেইসঙ্গে প্রিয়ঙ্কা একটি মিডিয়া রিপোর্টও ট্যাগ করেছেন যাতে সেপ্টেম্বরেও অটো সেক্টরে মন্দা, ঝিমুনি অব্যাহত রয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাচক্রে মোদি সরকারের আর্থিক নীতির বরাবরের সমালোচক অভিজিৎ বিনায়ক।