প্রিয়ঙ্কা শনিবার গয়ালের তীব্র সমালোচনার পাশাপাশি কেন্দ্রের সরকারকে নিশানা করে বলেন, ‘ভেঙে পড়তে থাকা’ অর্থনীতির হাল ফেরানোই সরকারের কাজ, ‘কমেডি সার্কাস’ চালানো নয়। বিজেপি নেতারা নিজেদের কাজ করার পরিবর্তে অন্যদের সাফল্যকে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন গয়াল। হিন্দিতে কংগ্রেস সাধারণ সম্পাদক ট্যুইট করেন, নিজের কাজটা সততার সঙ্গে করেই নোবেল পেয়েছেন ওই অর্থনীতিবিদ। সেইসঙ্গে প্রিয়ঙ্কা একটি মিডিয়া রিপোর্টও ট্যাগ করেছেন যাতে সেপ্টেম্বরেও অটো সেক্টরে মন্দা, ঝিমুনি অব্যাহত রয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাচক্রে মোদি সরকারের আর্থিক নীতির বরাবরের সমালোচক অভিজিৎ বিনায়ক।