জৌনপুর (উত্তরপ্রদেশ): হিন্দুধর্ম সম্পর্কে ভুল প্রচারের মাধ্যমে ধর্ম বদলে খ্রিস্টধর্ম গ্রহণে ইন্ধন দেওয়ায় ২৭১ জনকে অভিযু্ক্ত করল উত্তরপ্রদেশ পুলিশ। এ ব্যাপারে বুধবার চান্দওয়াক থানায় এফআরআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এএসপি অনিল কুমার পান্ডে। তাদের বিরুদ্ধে প্রতারণা, ধর্মস্থান অপবিত্র করা, জাতীয় সংহতির ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। এফআইআরে জৌনপুরের তিন বাসিন্দা দূর্গাপ্রসাদ যাদব, কিরিট রাই ও জিতেন্দ্র রামোনের নাম রয়েছে।
জনৈক হিন্দু জাগরণ মঞ্চ কর্মীর আবেদনের ভিত্তিতে স্থানীয় এক আদালতের নির্দেশে মামলাটি দায়ের হয়েছে। আবেদনকারীর কৌঁসুলি ব্রিজেশ সিংহের অভিযোগ, অভিযুক্তরা গত কয়েক বছর ধরে জৌনপুর, বারাণসী, আজমগড়, গাজিপুরের বাসিন্দাদের বালদেহ গ্রামের একটি গির্জায় গিয়ে প্রার্থনায় যোগ দেওয়ার জন্য বোঝাচ্ছিল, হিন্দুধর্ম সম্পর্কে ভুল কথা প্রচার করে তাদের খ্রিস্টধর্ম গ্রহণের জন্য পীড়াপীড়ি করছিল। এও অভিযোগ, তারা গির্জা দর্শন করা লোকজনকে নিষিদ্ধ ওষুধ, মাদক খাইয়ে নেশাচ্ছন্ন করে ধর্ম বদলে খ্রিস্টান করিয়েছে।
ব্রিজেশ সিংহ গত ২ আগস্ট আদালতে আবেদন করেন, এ ব্যাপারে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হোক। ৩১ আগস্ট সেই আবেদনে সায় দিয়ে পুলিশকে এফআইআর দায়ের ও তদন্ত করতে নির্দেশ দেয় আদালত।
হিন্দুধর্ম সম্পর্কে ভুল প্রচার, খ্রিস্টধর্ম গ্রহণে ইন্ধনে ২৭১ জন অভিযুক্ত উত্তরপ্রদেশে, এফআইআর
Web Desk, ABP Ananda
Updated at:
06 Sep 2018 07:14 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -