ডিব্রুগড়: প্রজাতন্ত্র দিবসের সকালেই বিস্ফোরণে কেঁপে উঠল অসম। অন্তত পাঁচটি বিস্ফোরণ হয়েছে বলে খবর। বিস্ফোরণগুলি হয় ডিব্রুগড়, তিনসুকিয়া ও চড়াইদেও জেলায়। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, ‘আমি এই বিস্ফোরণের নিন্দা করছি। এটা কাপুরুষোচিত আচরণ। এই ঘটনার সঙগে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছি পুলিশকে। মানুষ যোগ দেওয়াতেই আমরা অসমের ৩৩টি জেলায় ৭১-তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পালন করতে পেরেছি। এর জন্য অসমের শান্তিপ্রিয় মানুষের বিশেষ ধন্যবাদ প্রাপ্য। রাজ্যে শান্তি ও স্থিতাবস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছেন অসমের মানুষ।’
খবরে প্রকাশ, রবিবার সকালে প্রথম বিস্ফোরণটি হয় ডিব্রুগড়ের জেলায় ৩৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গ্রহম বাজারে একটি দোকানে। দ্বিতীয় বিস্ফোরণ হয় ডিব্রুগড়ের একটি গুরুদ্বারের কাছে। পরে, ডিব্রুগড়ের দুলিয়াজানে পুলিশ স্টেশনের কাছেই তৃতীয় বিস্ফোরণ হয়। বাকি দুটি বিস্ফোরণ হয় তিনসুকিয়ার দুমদুমা শহর এবং চড়াইদেও জেলার সোনারি শহরে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। সবক্ষেত্রেই গ্রেনেড হামলা হয়েছে বলে আশঙ্কাপ্রকাশ করা হচ্ছে। সংবাদসংস্থার খবর, বিস্ফোরণের পেছনে আলফা(স্বাধীন) গোষ্ঠী রয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। যদিও, এদিনের ধারাবাহিক বিস্ফোরণের দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি।





অসমের ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত জানান, ‘রাজ্যের বিভিন্ন অংশে চারটি বিস্ফোরম হয়েছে। তবে কোনও জায়গা থেকেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমাদের সন্দেহ, এই ঘটনার পিছনে রয়েছে আলফা। আমরা তদন্ত চালাচ্ছি।’


Assam's Dibrugarh, Republic day, Two explosions, Grenade blasts