কলকাতা: গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার সন্ধ্যাবেলায় তাঁকে ভর্তি করা হয়েছে উডল্যান্ডসে। আইটিইউ-তে রাখা হয়েছে তাঁকে। ভর্তি রয়েছেন আইটিইউ বি-র ৫১৬ নম্বর বেডে। তাঁর রক্তচাপ কমে হয়েছে ৫০/৭০। আজ সন্ধ্যায় তীব্র হয় শ্বাসকষ্টের সমস্যা। রাত সোয়া আটটা নাগাদ তাঁকে আনা হয় উডল্যান্ডসে। ভর্তি করা হয় হাসপাতালে উপস্থিত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী, কন্যা। দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও চিকিৎসক ফুয়াদ হালিম। বুদ্ধদেবকে হাসপাতালে দেখতে যান সূর্যকান্ত মিশ্র, প্রদীপ ভট্টাচার্য।
দীর্ঘদিন ধরে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস বা সিওপিডি-তে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দেখছেন ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞরা। চিকিৎসক কৌশিক চক্রবর্তীর অধীনে ভর্তি তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাখা হয়েছে বাইপ্যাপ ভেন্টিলেশনে। ফুসফুসের মধ্যে জমা কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমানো হয় এই বাইপ্যাপ ভেন্টিলেশনের মাধ্যমে।
প্রসঙ্গত, এরাজ্যে আসার পরই, বুদ্ধবাবুকে দেখতে তাঁর বাসভবনে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁরও কিছুদিন আগে, রাজনৈতিক সৌজন্য দেখিয়ে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষবার জনসমক্ষে তাঁকে দেখা গিয়েছিল গত ৩ ফ্রেব্রুয়ারি বামেদের ব্রিগেড-সভায়।
হাসপাতাল থেকে বেরনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন অনেকটাই স্থিতিশীল তিনি। চিকিত্সকরা বলছেন, উনি উঠে বসেছেন। গত একঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে, হিমোগ্লোবিন কম রয়েছে। তাই রক্ত দিতে হবে। হাসপাতাল সূত্রেও জানানো হয়েছে, বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।