প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি, সাড়া দিচ্ছেন না চিকিৎসায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2020 07:16 AM (IST)
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি। সাড়া দিচ্ছেন না চিকিৎসায়, রাখা হয়েছে ভেন্টিলেশনে। পরিবারের বাকিদের রিপোর্ট নেগেটিভ।
নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে। সাড়া দিচ্ছেন না চিকিৎসায়, রাখা হয়েছে ভেন্টিলেশনে। পরিবারের বাকিদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। রবিবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান ৮৪ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায়। চিকিৎসার জন্য তাঁকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। নিজের করোনা আক্রান্তের খবরটা সোমবার নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। লিখেছিলেন, 'অন্য চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম। করোনা-পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। গত এক সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি, সেলফ আইসোলেশনে থাকুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন।' সোমবার রাতে প্রাক্তন রাষ্ট্রপতির মাথায় অস্ত্রোপচারের পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। মঙ্গলবার দিল্লির আর আর হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক। তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে। প্রণব মুখোপাধ্যায় দ্রুত সেরে উঠুন। এখন এই প্রার্থনাই করছে গোটা দেশ।