উত্তরকাশী: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে হিমালয়ের চারটি শৃঙ্গের নামকরণ করা হল। এই চারটি শৃঙ্গ গঙ্গোত্রী হিমবাহের ডানদিকে যথাক্রমে ৬,৫৫৭ মিটার, ৬,৫৬৬ মিটার, ৬,১৬০ মিটার ও ৬,১০০ মিটার উচ্চতায় অবস্থিত। এগুলির নাম দেওয়া হল অটল-১, ২, ৩ ও ৪।


নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের অধ্যক্ষ কর্নেল অমিত বিস্ত জানিয়েছেন, তাঁরা নতুন নামকরণ হওয়া শৃঙ্গগুলিতে অভিযানে গিয়েছিলেন। প্রতিটি শৃঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।