অমৃতসর: গতকাল রাতে রাবন দহন দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারানো লোকজনের বেশিরভাগই উত্তরপ্রদেশ, বিহার থেকে কর্মসূত্রে পঞ্জাব এসেছিলেন। জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা জানিয়েছেন, এঁরা দুর্ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত একটি শিল্পতালুকে কাজ করতেন। সবাই থাকতেন তার আশপাশেই। ট্রেনের ধাক্কায় কাটা পড়া ৫৯ জনের মধ্যে ৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। শেষকৃত্যও সম্পন্ন হয়ে গিয়েছে সবার।
প্রশাসনিক কর্তাটি বলেন, শুক্রবার রাবন দহন অনুষ্ঠান দেখতে উত্তর ভারতের ওই দুটি রাজ্য থেকে প্রচুর লোক ওখানে হাজির হয়েছিলেন, কারণ তাঁদের নিজেদের রাজ্যে খুব ধুমধাম করে, আড়ম্বর করে ওই অনুষ্ঠান পালন করা হয়। তিনি অবশ্য কজন উত্তরপ্রদেশের, কজন বিহারের, তা জানাননি কেননা এখনও ২০ জনের পরিচয় মেলেনি।
গতকাল জখম জগুনন্দন নামে বছর ৪০-এর এক শ্রমিক, যিনি উত্তরপ্রদেশের হরদই থেকে এসেছেন, বলেছেন, তিনি রেললাইনের ধারেকাছেই ছিলেন না, কিন্তু রাবনের কুশপুতুলে আগুন লাগা মাত্রই লোকজন অনুষ্ঠানমঞ্চ থেকে দৌড়ে পালাতে গিয়ে ধাক্কাধাক্কি করতে থাকে। তাদের ঠেলায় তিনি রেললাইনের দিকে চলে যেতে বাধ্য হন। চার সন্তানের বাবা জগুনন্দন পায়ে আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যান এক আত্মীয়, যিনি ঘটনার সময় তাঁর সঙ্গেই ছিলেন।
জেলা প্রশাসন নিহতদের দেহ নিজেদের রাজ্যে নিয়ে যেতে পরিবারের লোকজনকে যাবতীয় সহায়তা দিচ্ছে।
এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর রাজ্য থেকে কাজ করতে অমৃতসর গিয়ে গতকালের দুর্ঘটনায় নিহত হয়েছেন যাঁরা, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা এককালীন অনুদান দিচ্ছেন।
রাবন দহন দেখতে গিয়ে অমৃতসরে ট্রেনের ধাক্কায় নিহতদের বেশিরভাগই উত্তরপ্রদেশ, বিহারের লোক, জানাল প্রশাসন
Web Desk, ABP Ananda
Updated at:
20 Oct 2018 09:10 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -