নয়াদিল্লি: ফ্রান্স দিনকয়েকের মধ্যেই মাসুদ আজহারকে নিষিদ্ধ করার প্রস্তাব পেশ করবে রাষ্ট্রপুঞ্জে। ফরাসি সূত্রের খবর, পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার দায় নেওয়া পাকিস্তানের মাটিতে আশ্রয়প্রাপ্ত, মদতপুষ্ট জয়েশ-ই-মহম্মদ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আজহারকে নিষেধাজ্ঞা তালিকায় ফেলার তোড়জোড় করছে ফ্রান্স।
প্রসঙ্গত, জয়েশকে আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। কিন্তু আজহারকে নিষিদ্ধ ঘোষণার প্রয়াস বারবার মার খাচ্ছে চিনের বাধায়। ভারত এজন্য অতীতে নিরাপত্তা পরিষদে যতবার প্রস্তাব এনেছে, আপত্তি করেছে চিন।
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্স এই নিয়ে দ্বিতীয়বার আজহারের বিরুদ্ধে প্রস্তাবে সামিল হচ্ছে। ২০১৭-য় ফ্রান্স, ব্রিটেনের সমর্থনে আমেরিকা রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা কমিটি ১২৬৭-তে প্রস্তাব পেশ করেছিল, যার উদ্দেশ্য ছিল পাক মদতপুষ্ট জয়েশের পান্ডাকে নিষিদ্ধ করা। কিন্তু যথারীতি তাতে বাধা দেয় চিন। আজ নয়াদিল্লিতে ফ্রান্সের একটি শীর্ষ সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলে, রাষ্ট্রপুঞ্জে ফ্রান্স সন্ত্রাসবাদী তালিকায় মাসুদ আজহারকে রাখার প্রস্তাব পেশ করছে দুএকদিনেই।
সূত্রটি বলেছে, ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টার সঙ্গে আজ সকালে এ নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আলোচনা হয়। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শোক, শ্রদ্ধা জানিয়ে ফরাসি কূটনীতিকটি ভারত, ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে সমন্বয় গড়ার কথা বলেন।