নয়াদিল্লি:  উচ্চশিক্ষা ক্ষেত্রে যে দুটি বিষয়ে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী আগ্রহী হয়, তার মধ্যে একটি হল জয়েন্ট এন্ট্র্যান্স বা জেইই। অপরটি নিট। সূত্রের খবর, আগামী বছর থেকে এই দুটি পরীক্ষার জন্যে পরীক্ষার্থীদের নিখরচায় প্রশিক্ষণ দেবে সরকার। এতদিন পর্যন্ত মোট ২, ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে এসে মূল পরীক্ষার আগে নিজেদের প্রস্তুতি যাচাই করে নিত পরীক্ষার্থীরা। এবার সেই প্র্যাক্টিস সেন্টারগুলোতেই আগামী বছর থেকে নিখরচায় প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু করছে কেন্দ্র। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে খবর, আগামী ৮ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা কেন্দ্রগুলি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ শুরু করবে।


সরকারের এই পদক্ষেপে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা মার খেতে চলেছে। বিভিন্ন সংস্থা মোটা অঙ্কের বিনিময় ইদানিংকালে পরীক্ষার্থীদের ট্রেনিং দেয়। মোটা অঙ্ক চাওয়ার ফলে, অনেক সময়ই ভাল পড়ুয়ারা পয়সার অভাবে এই সমস্ত পরীক্ষায় বসার জন্যে প্রশিক্ষণ নিতে পারে না। এবার থেকে তারাই নিখরচায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে। মূলত, আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের পড়ুয়াদের সাহায্য করার উদ্দেশ্যেই এই উদ্যোগ। মূল প্রশিক্ষণ শুরু হবে ২০১৯ সালের মে থেকে।

এনটিএ, পরীক্ষার্থীদের জয়েন্ট এন্ট্র্যান্স মেইন পরীক্ষায় বসার জন্যে একটি মক টেস্ট দেওয়ার সুযোগ করে দেবে। এরপর মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটক্যানের মাধ্যমে রেজিস্টার করে সেই সমস্ত মক টেস্টে বসতে পারবে পরীক্ষার্থীরা। তারপর ন্যাশনাল টেস্টিং এজেন্সির শিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবে, নিজেদের ভুল সংশোধন করতে পারবে পরীক্ষার্থীরা। তবে প্রথম পর্যায়ের পরীক্ষার পরই এই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রে রেজিস্টার করাতে পারবে ইচ্ছুক পরীক্ষার্থীরা। পয়লা সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।