নয়াদিল্লি: আবারও ট্যুইটার হ্যান্ডেলে কাশ্মীর নিয়ে শাহিদ আফ্রিদিকে এক হাত নিলেন প্রাক্তন ক্রিকেটার, অধুনা সাংসদ গৌতম গম্ভীর। ট্যুইটার হ্যান্ডেলে পাক ক্রিকেটার আফ্রিদি জানান, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর শুক্রবার মাজহার-ই-কুয়েদে যাবেন এব খুব শিগগিরিই লাইন অফ কন্ট্রোলেও যাবেন। তিনি তাঁর অনুরাগীদেরও সঙ্গে যাবার আবেদন জানান।
এই ট্যুইটেই বেজায় ক্ষেপে উঠেছেন সাংসদ গম্ভীর।
ওই ট্যুইট বার্তায় আফ্রিদি লেখেন, আগামী শুক্রবার তিনি ‘তাঁর কাশ্মিরী ভাই’দের জন্য মহম্মদ আলি জিন্নার সমাধিক্ষেত্রে যাবেন। সেই সঙ্গে তিনি লাইন অফ কন্ট্রোলে যাবার কথাও বলেন।
এই ট্যুইট দেখে চুপ করে থাকতে পারেননি গম্ভীর। প্রাক্তন পাক অল রাউন্ডারকে এক হাত নিয়ে তার জবাব, আফ্রিদি পরিণত হতেই চান না। সঙ্গে আফ্রিদির একটি স্ক্রিন শটও শেয়ার করে লেখেন, আমি ওঁর জন্য অনলাইনে কিন্ডারগার্টেন টিউটোরিয়াল অর্ডার করছি। দেখুন ঠিক কী লিখেছেন তিনি।




এই প্রথম গম্ভীর-আফ্রিদি ট্যুইট তরজা নয়। এর আগেও কাশ্মীর ইস্যুতে বেশ সরব হয়েছিলেন দু’জনে।
এর আগেও প্রাক্তন পাক অলরাউন্ডার ভারত সরকারের জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের  সমালোচনা করেন। ‘কাশ্মীরীদের অধিকারের দাবি’ মেনে নেওয়ার পক্ষে সওয়াল করেন। কেন রাষ্ট্রপুঞ্জ কিছু করছে না,  প্রশ্ন তোলেন আফ্রিদি।
উত্তরে গম্ভীরের শাণিত জবাব,


বিনা প্ররোচনায় আগ্রাসন চলছে। মানবতা বিরোধী অপরাধ ঘটছে। এসব সামনে নিয়ে আসায় অবশ্যই ওর প্রশংসা প্রাপ্য। তবে শুধু এটুকু ও উল্লেখ করতে ভুলে গিয়েছে যে, এসবই ঘটছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। ঠিক আছে, চিন্তা কোরো না, শীগগিরই তা শেষ করব আমরা।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপও দাবি করেন। পাল্টা তাঁকে ট্যুইটে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন ক্রিকেটার গম্ভীর।