নয়াদিল্লি: আগামী সপ্তাহে আমদাবাদ সফরে এসে ডোনাল্ড ট্রাম্প যে রাস্তা ধরে যাবেন, সেই রাস্তা বরাবর দেওয়াল তৈরি করা হয়েছে যাতে স্থানীয় গরিব মানুষের বাড়িঘর তাঁর নজর থেকে আড়াল করা যায়। এমনই অভিযোগ শিবসেনার। মার্কিন প্রেসিডেন্টের সফরে টাকা চাঙ্গা হবে না, দারিদ্র্যেরও অবসান হবে না বলে অভিমত জানিয়েছে তারা।
উদ্ধব ঠাকরের দল সোমবার দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে ট্রাম্পের সফরের সময় গরিবের বাড়ি যাতে তাঁর চোখে না পড়ে, সেজন্য রাস্তার ধারে দেওয়াল তুলে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দারিদ্র্য ঢাকা দিতে চাইছে বলে অভিযোগ করেছে।
শিবসেনা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর গরিবি দূর করার স্লোগানের উল্লেখ করে বলেছে, একটা সময় ‘গরিবি হটাও’ স্লোগানের সমালোচনা, নিন্দা হোত, কিন্তু এখন তো গরিবি ছুপাও বা লুকিয়ে রাখা নতুন এজেন্ডা বলে মনে হচ্ছে।
গুজরাতে ট্রাম্পকে স্বাগত জানানোর গোটা প্রস্তুতিপর্বেরও সমালোচনা করেছে শিবসেনা। বলেছে, যখন দেশ চালাত ব্রিটিশরা এবং রাজা বা রানির সফরের জন্য সাজ সাজ রব দেখা যেত, সেই দাসবৃত্তির মনোভাবের রেশ রয়ে গিয়েছে। সামনা-য় বলা হয়েছে, ট্রাম্পের সফর তিন ঘন্টা হওয়ার কথা, কিন্তু তার প্রস্তুতির পিছনে আমদাবাদে ১৭টি রাস্তা তৈরি ও সেই রাস্তায় দেওয়াল নির্মাণ সহ দেশের তহবিল থেকে ১০০ কোটি টাকা খরচ হচ্ছে। ট্রাম্প কি এই দেওয়াল তৈরির অর্থ দেবেন না কি তাঁর সফরের পর সেগুলি ভেঙে ফেলা হবে না তার পিছনেই রেখে দেওয়া হবে গরিবদের, প্রশ্ন তুলেছে শিবসেনা।
ট্রাম্পের আসন্ন সফরে টাকার দামে ক্রমাগত পতন বন্ধ হবে না, গরিবিরও অবসান হবে না বলে জানিয়েছে তারা।
প্রধানমন্ত্রী মোদিকেও উন্নয়নের সবচেয়ে ‘বড় অনুমোদনকারী’ বলে উল্লেখ করে খোঁচা দেওয়া হয়েছে ‘সামনা’ সম্পাদকীয়তে। বলা হয়েছে, মোদি উন্নয়নের সবচেয়ে বড় সমর্থক। তাঁর আগে আর কেউ দেশের উন্নয়ন করেননি, পরেও আর কেউ করবেন না। তাহলে তিনি ১৫ বছর গুজরাতের মুখ্যমন্ত্রী, ৫ বছর দেশের প্রধানমন্ত্রী থাকার পর গরিবি ঢেকে রাখার মতো পরিস্থিতি কী করে হল?
ট্রাম্প, মোদির রাজনৈতিক বোঝাপড়ার অংশ হিসাবেই আমদাবাদে ‘কেম ছো ট্রাম্প’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ শিবসেনার। সামনা-য় বলা হয়েছে, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে কেম ছো ট্রাম্প-এর তোড়জোড় চলছে কেননা আমেরিকায় প্রচুর গুজরাতি থাকেন।
প্রসঙ্গত, আমদাবাদে ট্রাম্পের সবরমতী আশ্রমে যাওয়ার কথা। মোদির সঙ্গে রোড শো-ও করবেন তিনি। মোতেরায় একটি নতুন ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন দুজনে। লক্ষাধিক লোকের জমায়েতে ভাষণও দেবেন তাঁরা।
ট্রাম্পের আমদাবাদ সফরে রাস্তায় দেওয়াল! ‘গরিবি ছুপাও’, মোদিকে কটাক্ষ শিবসেনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Feb 2020 05:44 PM (IST)
সামনা-য় বলা হয়েছে, ট্রাম্পের সফর তিন ঘন্টা হওয়ার কথা, কিন্তু তার প্রস্তুতির পিছনে আমদাবাদে ১৭টি রাস্তা তৈরি ও সেই রাস্তায় দেওয়াল নির্মাণ সহ দেশের তহবিল থেকে ১০০ কোটি টাকা খরচ হচ্ছে। ট্রাম্প কি এই দেওয়াল তৈরির অর্থ দেবেন?
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -