গৌতম ছিলেন এক এফ এম চ্যানেলের অফিসে। সেখানে এসে আভিনা আহের ও সিমরন শেখ নামে দুই ব্যক্তি রাখি পরিয়ে দেন তাঁকে। সঙ্গে ছিল লাড্ডুর থালা, পাতানো ভাইকে মিষ্টিমুখ করান তাঁরা। গৌতম সেই ছবি টুইটারে শেয়ার করেছেন।
টুইটারেই আভিনা গৌতমকে ধন্যবাদ জানিয়ে লক্ষ লক্ষ রূপান্তরকামী মানুষ আজ তাঁকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন। জবাবে গৌতম জানান, সুখে দুঃখে সব সময় আভিনাদের পাশে থাকবেন তিনি।