আমদাবাদ: কংগ্রেসের মালিকানাধীন ‘ন্যাশনাল হেরাল্ড’ সংবাদপত্রের বিরুদ্ধে রাফালে যুদ্ধবিমান ডিল নিয়ে প্রকাশিত নিবন্ধের ব্যাপারে ৫ হাজার কোটি টাকার মামলা করল অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠী। 'ন্যাশনাল হেরাল্ড' প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড, তার এডিটর ইন-চার্জ ও ওই নিবন্ধের লেখকের বিরুদ্ধে দেওয়ানি মানহানি মামলা দায়ের করেছে রিলায়েন্স ডিফেন্স, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার ও রিলায়েন্স এয়ারোস্ট্রাকচার। তিনটি সংস্থাই অনিলের রিলায়েন্স গোষ্ঠীর। সিটি সিভিল ও সেসনস জজ পি জে তামাকুওয়ালার আদালতে মামলা করা হয়েছে। ন্যাশনাল হেরাল্ড প্রতিনিধিদের নোটিস পাঠিয়ে ৭ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে বলেছে আদালত।
রিলায়েন্স গোষ্ঠীর দাবি, ন্যাশনাল হেরাল্ড-এ বেরনো নিবন্ধটি অবমাননাকর, কুত্সামূলক। ‘মোদী রাফালে ডিল ঘোষণার ১০দিন আগে অনিল আম্বানি রিলায়েন্স ডিফেন্স সংস্থা খোলেন’, এই শিরোনামে বেরনো নিবন্ধের ফলে সাধারণ মানুষ ভুল করে বিশ্বাস করবেন যে, বর্তমান কেন্দ্রীয় সরকার তাদের অন্যায় সুবিধা পাইয়ে দিয়েছে, তাদের প্রতি পক্ষপাতিত্ব করেছে। প্রতিবেদনটিতে রিলায়েন্স গোষ্ঠী ও তার চেয়ারম্যান আম্বানি সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি ছড়ানো হয়েছে, তাদের সম্পর্কে জনমানসে ধারণা প্রভাবিত হয়েছে এতে। তাদের প্রতিষ্ঠানের সুনাম, খ্যাতির বিরাট ক্ষতি হয়েছে। তাই ৫০০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাই। আবেদনকারী ওই নিবন্ধে বেরনো বিষয়বস্তু ‘দৃঢ়ভাবে’ নাকচ করছেন, বলা হয়েছে পিটিশনে।
প্রসঙ্গত, অনিলের সংস্থা কংগ্রেসের একাধিক নেতাকে আইনি নোটিসও পাঠিয়েছে, যাতে রাফালে ডিল সম্পর্কে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা থেকে ‘বিরত, নিবৃত্ত থাকতে’ বলা হয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রাফালে ডিল: ‘অবমাননাকর’ নিবন্ধের জন্য কংগ্রেসের ‘ন্যাশনাল হেরাল্ড’-এর বিরুদ্ধে ৫০০০ কোটি টাকার মানহানির মামলা অনিল আম্বানির
Web Desk, ABP Ananda
Updated at:
25 Aug 2018 09:41 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -