নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরকে হয় সন্তোষজনক জবাব দিতে হবে না হলে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে দাবি তুলল কংগ্রেস। পাশাপাশি, এই ঘটনার তদন্তের দাবিও তুলেছে তারা।
সম্প্রতি, #MeToo প্রচারের মাধ্যমে কয়েকজন মহিলা সাংবাদিক প্রাক্তন সাংবাদিক তথা সম্পাদক আকবরের বিরুদ্ধে অতীতে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। এরপরই, এম জে আকবরের তীব্র আক্রমণ শুরু করে বিরোধীরা। পাশাপাশি, সমালোচনা করা হয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং কেন্দ্রেরও।
সেই ধারা অব্যাহত ছিল বুধবারও। এদিন কংগ্রেস মুখপাত্র জয়পাল রেড্ডি এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমার মনে হয়, এম জে আকবর হয় সন্তোষজনক জবাব দিন অথবা অবিলম্বে ইস্তফা দিন। তাঁর প্রশ্ন, একসঙ্গে কাজ করা মহিলা সাংবাদিকরা যেখানে তাঁর বিরুদ্ধে এধরনের অভিযোগ আনছেন, সেখানে কী করে তিনি মন্ত্রকে কাজ করে চলেছেন? রেড্ডি যোগ করেন, এই নিয়ে তদন্ত হওয়া উচিত। আমরা এম জে আকবরের এই কীর্তিকলাপ নিয়ে তদন্তের দাবি তুলছি।
আকবর ইস্যুতে বিদেশমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন রেড্ডি। তাঁর কটাক্ষ, অধস্থনের বিষয়ে মন্তব্য না করে তিনি নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন।