পানাজি ও নয়াদিল্লি: শনিবার, নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। অগ্নাশয়ের সমস্যার জন্য দীর্ঘদিন ধরেই চিকিৎসা চলছে তাঁর। এইমস সূত্রে খবর, এদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁকে পরীক্ষা করেন। বেশ কিছু পরীক্ষা করা হবে পর্রীকরের।
শুক্রবার সন্ধ্যায় পানাজিতে পর্রীকরের শারীরিক অবস্থার খোঁজ নেন বিজেপি সভাপতি অমিত শাহ। তার আগে, গোয়া বিজেপির রাজ্যস্তরের কোর কমিটির সদস্যরা বিকেলে মিলিত হন। সকলে দেখা করেন পর্রীকরের সঙ্গে। এদিন পর্রীকরের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তাঁর আরোগ্য কামনায় এবং এই কঠিন সময় পার করতে তাঁর পরিবারকে শক্তি দিতে আমি প্রার্থনা করছি।





চিকিৎসা করাতে সম্প্রতি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। চলতি মাসের প্রথম সপ্তাহে তিনি দেশে ফেরেন। এরপরই, তাঁকে উত্তর গোয়ার কান্ডোলিমের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এইমসে স্থানান্তরিত করা হয়েছে। এর আগে, চলতি বছরের মার্চ মাসে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। প্রায় তিনমাস ছিলেন সেখানে।