রাজ ঠাকরের ছেলের বিয়েতে আমন্ত্রিত সনিয়া, রাহুল, আডবাণী, বাদ মোদি, অমিত শাহ
Web Desk, ABP Ananda | 14 Jan 2019 11:24 PM (IST)
মুম্বই: মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের ছেলের বিয়েতে আমন্ত্রিত নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ। যদিও ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ, নীতীন গড়করি, প্রকাশ জাভড়েকর, ধর্মেন্দ্র প্রধান, মানেকা গাঁধীরাও আমন্ত্রিত। এ মাসের ২৭ তারিখ মুম্বইয়ের লোয়ার প্যারেলের একটি হোটেলে বান্ধবী মিতালি বোরুদের সঙ্গে বিয়ে হতে চলেছে এমএনএস প্রধানের ছেলে অমিতের। এই অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ না জানিয়ে তাঁর সঙ্গে দূরত্ব স্পষ্ট করে দিলেন রাজ। তিনি কিছুদিন আগেই মোদিকে কটাক্ষ করে বলেছিলেন, ‘তিনি কি বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাস করেন?’ মোদির সঙ্গে অতীতে রাজের সম্পর্ক ভাল থাকলেও, পরবর্তীকালে অবনতি ঘটে। সেটাই বজায় রাখলেন এমএনএস প্রধান।