নয়াদিল্লি: বিশেষ ডুডলের মাধ্যমে ভারতীয় কোষ জীববিজ্ঞানী ড. কমল রণদীভের ১০৪-তম জন্মদিনে তাঁর প্রতি সম্মান জানাল গুগল। ক্যান্সার নিয়ে গবেষণা এবং বিজ্ঞান ও শিক্ষার মাধ্যমে ন্যায়সঙ্গত সমাজ গড়ে তোলার চেষ্টার জন্য বিখ্যাত এই মহিলা বিজ্ঞানী। ভারতের যে গবেষকরা সবার আগে বংশগতির সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের যোগ থাকার কথা বলেছিলেন এবং ক্যান্সারের সঙ্গে কয়েকটি বিশেষ ভাইরাসের যোগ থাকার বিষয়টি চিহ্নিত করেছিলেন, তাঁদের অন্যতম কমল।


১৯১৭ সালে মহারাষ্ট্রের পুণেতে জন্ম হয় কমলের। তাঁর বাবা দীনেশ দত্তাত্রেয় সমর্থ ছিলেন বায়োলজিস্ট। বাবার কাছ থেকেই পড়াশোনা ও বিজ্ঞানচর্চায় উৎসাহ পান কমল। তিনি হুজুরপাগার স্কুলে পড়াশোনা শেষ করার পর ফার্গুসলন কলেজে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা নিয়ে পড়া শুরু করেন। ১৯৩৪ সালে তিনি স্নাতক হন। এরপর তিনি পুণের অ্যাগ্রিকালচার কলেজ থেকে এমএসসি করেন। ১৯৩৯ সালের ১৩ মে গণিতজ্ঞ জে টি রণদীভেকে বিয়ে করেন কমল। এরপর তিনি স্বামীর সঙ্গে মুম্বইয়ে চলে আসেন।


বিয়ের পরেও বিজ্ঞান গবেষণায় ব্রতী থাকেন কমল। ১৯৪৯ সালে তিনি বম্বে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। এরপর বিজ্ঞানে আরও অগ্রসর হওয়ার জন্য তিনি বিদেশে চলে যান। মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় থেকে ফেলোশিপ নিয়ে তিনি দেশে ফেরেন। এরপর তিনি পুরোপুরি গবেষণায় মন দেন। মুম্বইয়ে দেশের প্রথম টিস্যু কালচার ল্যাব তৈরি করেন তিনি।


১৯৭৩ সালে ১১ জন সহকর্মীকে নিয়ে ভারতীয় মহিলা বিজ্ঞানীদের সংগঠন গড়ে তোলেন কমল। ১৮৮৯ সালে তিনি সরকারিভাবে অবসর নেন। তবে এরপরেও তাঁর কাজ থেমে থাকেনি। তিনি মহারাষ্ট্রের গ্রামীণ অঞ্চলে মহিলাদের নিয়ে কাজ শুরু করেন। মহিলাদের স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেন তিনি। 


সারাজীবন বিজ্ঞান নিয়ে কাজ করে গিয়েছেন কমল। বিজ্ঞানের মাধ্যমে মানুষের জীবন তথা সমাজের উন্নতি করাই তাঁর একমাত্র লক্ষ্য ছিল।