নয়াদিল্লি: সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা সহ চার অফিসারকে সরিয়ে দেওয়া হল। আজ সন্ধেয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ বিষয়ক কমিটি। সরকারি নির্দেশে জানানো হয়েছে, যে অফিসারদের সরিয়ে দেওয়া হল, তাঁদের মধ্যে আস্থানা ছাড়াও আছেন জয়েন্ট ডিরেক্টর অরুণ কুমার শর্মা, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মণীশ কুমার সিনহা ও সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জয়ন্ত নায়েকনাভারে।


আগামী সপ্তাহে নতুন সিবিআই ডিরেক্টর নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের নির্বাচন কমিটির বৈঠকে বসার কথা। তার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা বাড়ানো, পেশাদারিত্ব বৃদ্ধি এবং অভিযুক্ত ব্যক্তিদের ছেঁটে ফেলার লক্ষ্যেই এই পদক্ষেপ নিল বলে মনে করছেন পর্যবেক্ষেকরা। সিনহার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে। তিনি আবার ডোভালের বিরুদ্ধে আস্থানার বিষয়ে তদন্তে হস্তক্ষেপের অভিযোগ করেন।

অন্যদিকে, আইপিএস অফিসার এম নাগেশ্বর রাওকে সিবিআই-এর অন্তর্বর্তী ডিরেক্টর নিয়োগ করার সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শীর্ষ আদালত আগামী সপ্তাহে এই আর্জির শুনানি হবে বলে জানিয়েছে।