যাদবপুরকাণ্ডে আজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক রাজ্যপালের, অতি সক্রিয়তা মানুষ ভাল ভাবে নিচ্ছে না, কটাক্ষ পার্থর, উপাচার্যকে ফের নিশানা বাবুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Sep 2019 02:28 PM (IST)
কলকাতায় ফিরেই আবার ‘সক্রিয়’ রাজ্যপাল। যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তলব জগদীপ ধনকড়ের।বিকেলে যাদবপুরকাণ্ডে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যপাল।
কলকাতা: কলকাতায় ফিরেই আবার ‘সক্রিয়’ রাজ্যপাল। যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তলব জগদীপ ধনকড়ের।বিকেলে যাদবপুরকাণ্ডে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যপাল। সূত্রের খবর, ‘ঘটনার দিন ক্যাম্পাসে কী পরিস্থিতি তৈরি হয়েছিল তা কর্তৃপক্ষের থেকে জানতে চায় রাজভবন। বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া হবে রিপোর্ট'। রাজ্যপালের ভূমিকা নিয়ে ফের কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর এই অতি সক্রিয়তা মানুষ ভাল ভাবে নিচ্ছে না, মন্তব্য তৃণমূলের মহাসচিবের। এদিকে, ফের যাদবপুর উপাচার্যকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। উপাচার্য পদে সুরঞ্জন দাসকে রাজনৈতিক নিয়োগ করা হয়েছে। অভিযোগ বাবুলের।