অম্বানি-মাল্যকে কোটি কোটি টাকা দিলেও, কৃষকদের রোজ ৩.৫০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার, তোপ রাহুলের
Web Desk, ABP Ananda | 16 Feb 2019 04:37 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
জগদ্দলপুর: অনিল অম্বানি, নীরব মোদির মতো শিল্পপতিদের কোটি কোটি টাকা দিলেও, কৃষকদের রোজ মাত্র সাড়ে তিন টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। ছত্তীসগঢ়ে আদিবাসীদের একটি অনুষ্ঠানে এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘অনিল অম্বানি, নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মাল্য, ললিত মোদির মতো লোকজনকে লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু কৃষকরা পাবেন রোজ সাড়ে তিন টাকা করে।’ এবারের বাজেটে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী পীযূষ গয়াল। যে কৃষকদের দুই হেক্টর পর্যন্ত জমি আছে, তাঁদের বছরে ৬,০০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্প নিয়ে বিজেপি-কে কটাক্ষ করেছেন রাহুল। তাঁর প্রতিশ্রুতি, কংগ্রেস ক্ষমতায় এলে গরিবদের ন্যূনতম রোজগারের ব্যবস্থা করা হবে। সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। সব নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়া এবং দু’কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি। নোট বাতিল নিয়েও তিনি সরকারকে তোপ দেগেছেন।