পুনে: মহারাষ্ট্রের লোনাভালা জেলায় পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় আচমকাই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তোলায় গ্রেফতার করা হল রেলের এক কর্মীকে।
ধৃত উপেন্দ্র কুমার বাহাদুর সিংহ (৩৯) রেলের জুনিয়র টিকিট পরীক্ষক। তাঁকে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় পুলিশ গ্রেফতার করেছে। লোনাভালা থানার পুলিশের সিনিয়র ইন্সপেক্টর বলেছেন বিআর পাটিল জানিয়েছেন, শুক্রবার সকালে কিছু স্থানীয় বাসিন্দা লোনাভালার শিবাজী চকে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন। লোকজন যখন শ্রদ্ধা নিবেদন করছিলেন, ঠিক তখনই ঘটনাস্থলে গিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন উপেন্দ্র কুমার বাহাদুর সিংহ নামে ওই ব্যক্তি। এরফলে সেখানে উপস্থিত লোকজন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং উপেন্দ্রকে মারধর করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করা হয়।
পাটিল জানিয়েছেন, উপেন্দ্রকে আদালতে পেশ করা হল ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।