মুম্বই: অনশনের পর বর্তমানে হাসাপাতালে চিকিত্সাধীন বিশিষ্ট সমাজকর্মী অণ্না হজারে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় মর্মাহত তিনি। এই হামলায় ৪০ জওয়ানের মৃত্যু হয়েছে। অণ্না বলেছেন, এখন সামরিক ট্রাক চালানোর মতো সামর্থ্য তাঁর রয়েছে।
হাসপাতালে শয্যাশায়ী অণ্না বলেছেন, বয়স হয়েছে। তাই বন্দুক তুলতে পারব না। কিন্তু প্রয়োজন পড়লে দেশের জন্য সংগ্রামরত সৈনিকদের জন্য জিনিসপত্র ট্রাক চালিয়ে পৌঁছে দিয়ে আসতে পারব।
অণ্নাকে উদ্ধৃত করে তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী এ কথা জানিয়েছেন।
অশীতিপর অণ্না দুর্নীতি প্রতিরোধে লোকপাল নিয়োগের দাবিতে তাঁর ছয়দিনের অনশন ভঙ্গ করেন গত ৫ ফেব্রুয়ারি।
কিছু শারীরিক সমস্যা নিয়ে তিনি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
দুর্নীতি বিরোধী আন্দোলনের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন অণ্না।
১৯৬০-এ ট্রাক চালক হিসেবে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।১৯৬৫-র ভারত-পাক যুদ্ধের সময় তিনি খেম করণ সেক্টরে কর্মরত ছিলেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সেনাদের সাহায্য করতে এখনও ট্রাক চালিয়ে নিয়ে যেতে পারি: অণ্না হজারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Feb 2019 01:22 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -