নয়াদিল্লি: এসি, রেফ্রিজারেটর, ১০ কেজির কম ওজনের ওয়াশিং মেশিন, বিমানের জ্বালানি সহ ১৯টি পণ্যের আমদানি শুল্ক দ্বিগুণ বাড়িয়ে ২০ শতাংশ করল কেন্দ্রীয় সরকার। আজ অর্থমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে নয়া আমদানি শুল্ক।
অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এসি, রেফ্রিজারেটর, ১০ কেজির কম ওজনের ওয়াশিং মেশিন, বিমানের জ্বালানি ছাড়াও স্পিকার, গাড়ির রেডিয়াল টায়ার, গয়না, রান্না ও খাবার টেবলের বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন প্লাস্টিকজাত সামগ্রী ও স্যুটকেসের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। চলতি অর্থবর্ষে ঘাটতি কমানো এবং নির্দিষ্ট কিছু পণ্য আমদানি রোখার লক্ষ্যেই আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর সহ ১৯টি পণ্যের আমদানি শুল্ক দ্বিগুণ বেড়ে ২০ শতাংশ
Web Desk, ABP Ananda
Updated at:
26 Sep 2018 08:37 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -