নয়াদিল্লি: দেশের সব দূরপাল্লার ট্রেনের বর্তমান কামরাগুলি বদলে অত্যাধুনিক করা হবে বলে রাজ্যসভায় জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এক সপ্তাহ আগে গুয়াহাটিতে একটি বৈঠকে ঠিক হয়েছে, সব দূরপাল্লার ট্রেনে বদল আনা হবে। আরও ট্রেন চালু করা সংক্রান্ত যে ঘোষণা করা হয়েছে, সেগুলি কার্যকর করবে সরকার।’
রেলমন্ত্রী আরও জানিয়েছেন, ধাপে ধাপে ট্রেনের কামরা বদল করা হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের ১৮ জোড়া ট্রেনে অত্যাধুনিক কামরা যুক্ত করা হয়েছে। ২০১৮-১৯ থেকে ভারতীয় রেলই অত্যাধুনিক এলবিএইচ কামরা তৈরি করছে। এই ধরনের কামরাগুলির বহন ক্ষমতা ও গতি বেশি। রক্ষীবিহীন লেভেল ক্রসিং প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সব ব্রডগেজ লাইনে রক্ষীবিহীন লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়া হবে।
সব দূরপাল্লার ট্রেনের কামরা বদলে অত্যাধুনিক করা হবে, রাজ্যসভায় জানালেন রেলমন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2019 06:26 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -