নয়াদিল্লি: জাতীয় জনসংখ্যা পঞ্জী নিয়ে বিরোধী দলগুলির আপত্তি সত্ত্বেও পদ্ধতিগত বদল আনতে নারাজ কেন্দ্রীয় সরকার। যে ৬টি অতিরিক্ত প্রশ্ন যোগ করা হয়েছে, সেগুলি সরিয়ে ফেলা হচ্ছে না বলেই সূত্রের খবর। পরিবারের প্রধানকে আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডের মতো সরকারি নথি দিতে হবে।
এ বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় জনসংখ্যা পঞ্জী তৈরির কাজ চলার কথা। পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যই এ বিষয়ে আপত্তির কথা জানিয়েছে। বিরোধী দলগুলির দাবি, এটি জাতীয় নাগরিকপঞ্জীর প্রথম ধাপ। যদিও কেন্দ্রীয় সরকার এই দাবি অস্বীকার করেছে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘নতুন এনপিআর ফর্মে যে ২১টি বিষয় রয়েছে, সেগুলির বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। আলোচনার ভিত্তিতেই এই ফর্ম তৈরি করা হয়েছে। শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে ২০১০ সালে দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে জাতীয় জনসংখ্যা পঞ্জী তৈরির কথা বলা হয়েছিল। কিন্তু এখন কংগ্রেসের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রক অতিরিক্ত অনেক তথ্য চাইছে যা এর আগেরবার বলা হয়নি। ২০১০ সালে ১৫টি প্রশ্ন রাখা হয়েছিল। ২০১৫ সালে আধার নম্বর সহ কয়কেটি প্রশ্ন যোগ করা হয়। অতিরিক্ত তথ্য কেন চাওয়া হচ্ছে, সে বিষয়ে নির্দিষ্ট জবাব দেয়নি সরকার। এনপিআর-এর সঙ্গে এনআরসি-র কোনও যোগ নেই বলেও দাবি করা হয়েছে। তবে বিরোধী দলগুলি এই দাবি মানতে নারাজ।
এনপিআর: বিরোধীদের প্রতিবাদ সত্ত্বেও পিছু হঠতে নারাজ কেন্দ্র, চাওয়া হতে পারে পরিবারের প্রধানের নথি
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jan 2020 05:15 PM (IST)
এ বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় জনসংখ্যা পঞ্জী তৈরির কাজ চলার কথা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -