নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। তাঁর বিরুদ্ধে দুর্নীতি মামলায় দায়ের হওয়া এফআইআরকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়ে আস্থানার আবেদন, ঘুষ মামলায় তাঁর বিরুদ্ধে যেন কোনও দমনমূলক ব্যবস্থা না নেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হোক। প্রধান বিচারপতি রাজেন্দ্র মেননের কাছে পিটিশন পেশ হয়েছে। মধ্যাহ্নভোজের পর প্রধান বিচারপতির ঠিক করে দেওয়া বেঞ্চে সেটি উঠবে।
অন্যদিকে সিবিআই আজ আস্থানার বিরুদ্ধে দায়ের হওয়া ঘুষ মামলার ব্যাপারে গতকাল গ্রেফতার হওয়া সংস্থার ডিএসপি পদমর্যাদার কর্তা দেবেন্দ্র কুমারকে দিল্লির আদালতে পেশ করেছে।
দেবেন্দ্র গ্রেফতার হওয়ায় আস্থানার ওপর চাপ বেড়েছে। দেবেন্দ্রও আজ দিল্লি হাইকোর্টে তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানান। বিষয়টির উল্লেখ করা হয় প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন ও বিচারপতি ভি কে রাওয়ের বেঞ্চে। দেবেন্দ্র পিটিশনে পক্ষ করেছেন সিবিআই, সংস্থার ডিরেক্টর অলোক কুমার ভার্মা, যুগ্ম ডিরেক্টর এ কে শর্মা ও কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ মন্ত্রককে।
দেবেন্দ্রের পিটিশনে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পিটিশনকে ‘বেআইনি’, ‘যথেচ্ছাচার’, ‘খারাপ উদ্দেশ্যবাহী’ আখ্যা দিয়ে সেটি খারিজের দাবি করা হয়েছে। বলা হয়েছে, মামলার রেকর্ড ও অন্যান্য নথিপত্র চেয়ে পাঠাতে ও আবেদনকারীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের জন্য উপযুক্ত নির্দেশ দিন। হাইকোর্টের দ্বারস্থ হওয়া ব্যতিরেকে আবেদনকারীর সুরাহা পাওয়ার আর কোনও উপায় নেই, বলা হয়েছে পিটিশনে।
মাংস রপ্তানিকারী ব্যবসায়ী মঈন কুরেশির একটি মামলার আগের তদন্তকারী অফিসার, আস্থানা-ঘনিষ্ঠ বলে পরিচিত দেবেন্দ্রকে গতকাল সিবিআই গ্রেফতার করে সতীশ সানা নামে এক ব্যবসায়ীর বিবৃতি নথিভুক্ত করায় জালিয়াতির অভিযোগে। মামলা থেকে রেহাই পেতে তাঁকে ঘুষ দিতে হয়েছে বলে দাবি করেছেন সতীশ। তিনি নাকি বিবৃতিতে বলেছিলেন, গত জুনে তিনি মামলার ব্যাপারে তেলুগু দেশম পার্টির রাজ্যসভা সদস্য সি এম রমেশের সঙ্গে আলোচনা করেছিলেন। রমেশ সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলে তাঁকে আশ্বস্ত করেন, তাঁকে ফের তলব করা হবে না। সতীশ বলেছিলেন, জুন থেকে আমায় সিবিআই আর না ডাকায় আমার ধারণা হয়, আমার বিরুদ্ধে তদন্ত শেষ। সিবিআইয়ের অভিযোগ, দেবেন্দ্র সতীশের এই বক্তব্যকে ভাবনাচিন্তা করে এমনভাবে বিকৃত করেন যাতে সিবিআই ডিরেক্টর রাকেশ আস্থানার নামে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের (সিভিসি) আস্থানার ভিত্তিহীন অভিযোগকে পোক্ত করা যায়।
প্রসঙ্গত, সিবিআই আস্থানাকে ঘুষ নেওয়ায় অভিযুক্ত করার পর পাল্টা তিনিও ২৪ আগস্ট সংস্থার ডিরেক্টর অলোক ভার্মার বিরুদ্ধে নালিশ জানান সিভিসি-র কাছে।