অযোধ্যা: ওজন ৬০০ কেজিরও বেশি। লাগানো হবে নবনির্মিত রামমন্দিরে। তামিলনাড়ুর রামেশ্বরম থেকে উত্তরপ্রদেশের অযোধ্যায় এসে পৌঁছল এই বিশাল ঘণ্টা। ১৭ সেপ্টেম্বর শুরু হয়েছিল ‘রাম রথযাত্রা’। সেই যাত্রা অবশেষে এসে পৌঁছেছে অযোধ্যায়।


চেন্নাইয়ের ‘লিগ্যাল রাইটস কাউন্সিল’ নামে একটি সংগঠন এই রথযাত্রা আয়োজন করেছিল। ঘণ্টা নিয়ে ১০টি রাজ্য ঘুরে সাড়ে চার হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে এই রথ। ঘণ্টাটির ওজন ৬১৩ কেজি। উচ্চতা ৪.১ ফুট। ঘণ্টাটির গায়ে ‘জয় শ্রীরাম’ লেখা আছে। এই ঘণ্টা যখন বাজবে, ১০ কিমি দূর পর্যন্ত আওয়াজ শোনা যাবে। এছাড়া ‘ওঁ’ শব্দ ধ্বনিত হবে।

রথের চালক রাজলক্ষ্মী মাদা জানিয়েছেন, রথে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান ও গণেশের ব্রোঞ্জের মূর্তি ছিল। এই মূর্তিগুলি রাম মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পত রাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।