সিআরপিএফ-এর আইজি আর এস রাহি জানিয়েছেন, ‘আজ শ্রীনগরের ব্যস্ত রাস্তায় সিআরপিএফ-এর সি/১৭১ ব্যাটালিয়নের ট্রুপারদের লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ২ জন ট্রুপার ও ২ জন সাধারণ নাগরিক সামান্য জখম হন।’ ছবি সৌজন্যে এএনআই
সিআরপিএফ-এর আইজি আর এস রাহি জানিয়েছেন, ‘আজ শ্রীনগরের ব্যস্ত রাস্তায় সিআরপিএফ-এর সি/১৭১ ব্যাটালিয়নের ট্রুপারদের লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ২ জন ট্রুপার ও ২ জন সাধারণ নাগরিক সামান্য জখম হন।’