এনআরসি-তে নাম নেই পাত্রের, বিয়ে ভেঙে দিল মেয়ের পরিবার
Web Desk, ABP Ananda | 20 Aug 2019 09:54 PM (IST)
এরই মধ্যে হবু স্বামী-স্ত্রী পালিয়েছেন। মেয়েটির পরিবারের লোকজন অপহরণের অভিযোগ করেছেন।
প্রতীকী ছবি
গুয়াহাটি: জাতীয় নাগরিক পঞ্জীতে হবু স্বামীর নাম না থাকায় বিয়ে ভেঙে দিল অসমের এক মেয়ের পরিবার। পাত্রর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁর নাম চূড়ান্ত তালিকায় থাকবে বলে আশা করা হচ্ছে। কিন্তু মেয়ের পরিবার সেই কথায় আশ্বস্ত হয়নি। ফলে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে হবু স্বামী-স্ত্রী পালিয়েছেন। মেয়েটির পরিবারের লোকজন অপহরণের অভিযোগ করেছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়েটির পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘শিলচরের কাছে নয়াগ্রামের বাসিন্দা দিলওয়ার হোসেন লস্করের সঙ্গে আমাদের মেয়ের সম্পর্ক ছিল। দুই পরিবার বিয়েতে রাজি হয়। তবে বিয়ের আগে আমরা দেখে নিতে চেয়েছিলাম, যে পরিবারে মেয়েকে পাঠানো হচ্ছে তারা সত্যিকারের ভারতীয় কি না। কারণ, কোনও অনুপ্রবেশকারীর সঙ্গে বিয়ে দিলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। দেখা যায়, দিলওয়ারের নাম এনআরসি-তে নেই। ওর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, বাকি সবার নাম আছে। চূড়ান্ত তালিকায় দিলওয়ারেরও নাম থাকবে। কিন্তু আমরা সে কথায় বিশ্বাস না করে বিয়ে ভেঙে দিই। এরপরেই মেয়েকে অপহরণ করেছে দিলওয়ার।’