খারগোন: বিয়ের মাত্র চারমাসের মধ্যেই ১৯ বছরের স্ত্রীকে তিন তালাক।এই অভিযোগে নতুন আইনে মধ্যপ্রদেশের ২৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হল মামলা।
সাদ্দাম নামে অভিযুক্ত 'তালাক-ই-বিদ্দতে'র মাধ্যমে তাঁর স্ত্রী আমরীন বেগমের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান। নতুন মুসলিম মহিলা (বিবাহের অধিকার সুরক্ষা) আইন, ২০১৯-এ এই তালাক নিষিদ্ধ।
কোতওয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ললিত সিংহ দাগুর বলেছেন, অভিযুক্ত সাদ্দাম পেশায় মেকানিক। গ্যারাজ তৈরির জন্য এক লক্ষ টাকা দাবি করে সাদ্দাম ও তাঁর পরিবারের লোকজন আমরীনকে নিগ্রহ ও মারধর করেন বলে অভিযোগ।
এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। তিনি জানিয়েছেন,চলতি বছরের এপ্রিল সাদ্দাম ও আমরীনের বিয়ে হয়। ইদ পালনের জন্য বাবার বাড়িতে গিয়েছিলেন আমরীন। গত ১৬ আগস্ট শ্বশুরবাড়িতে ফেরার পর টাকার জন্য সাদ্দাম ও পরিবারের লোকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এরপর তিনবার তালাক উচ্চারণ করে সাদ্দাম আমরীনকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ।
আমরীনের অভিযোগের ভিত্তিতে নতুন আইন এবং পণ ও নিগ্রহ সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় সাদ্দামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নতুন আইনে তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে এবং তিন বছরের কারাদণ্ডের সংস্থানও রয়েছে।