খারগোন: বিয়ের মাত্র চারমাসের মধ্যেই ১৯ বছরের স্ত্রীকে তিন তালাক।এই অভিযোগে নতুন আইনে মধ্যপ্রদেশের ২৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হল মামলা।
সাদ্দাম নামে অভিযুক্ত 'তালাক-ই-বিদ্দতে'র মাধ্যমে তাঁর স্ত্রী আমরীন বেগমের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান। নতুন মুসলিম মহিলা (বিবাহের অধিকার সুরক্ষা) আইন, ২০১৯-এ এই তালাক নিষিদ্ধ।
কোতওয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ললিত সিংহ দাগুর বলেছেন, অভিযুক্ত সাদ্দাম পেশায় মেকানিক। গ্যারাজ তৈরির জন্য এক লক্ষ টাকা দাবি করে সাদ্দাম ও তাঁর পরিবারের লোকজন আমরীনকে নিগ্রহ ও মারধর করেন বলে অভিযোগ।
এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। তিনি জানিয়েছেন,চলতি বছরের এপ্রিল সাদ্দাম ও আমরীনের বিয়ে হয়। ইদ পালনের জন্য বাবার বাড়িতে গিয়েছিলেন আমরীন। গত ১৬ আগস্ট শ্বশুরবাড়িতে ফেরার পর টাকার জন্য সাদ্দাম ও পরিবারের লোকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এরপর তিনবার তালাক উচ্চারণ করে সাদ্দাম আমরীনকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ।
আমরীনের অভিযোগের ভিত্তিতে নতুন আইন এবং পণ ও নিগ্রহ সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় সাদ্দামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নতুন আইনে তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে এবং তিন বছরের কারাদণ্ডের সংস্থানও রয়েছে।
গ্যারাজের জন্য এক লক্ষ টাকা চেয়ে স্ত্রীকে মারধর, তিন তালাক, মধ্যপ্রদেশের যুবকের বিরুদ্ধে নতুন আইনে মামলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Aug 2019 06:42 PM (IST)
বিয়ের মাত্র চারমাসের মধ্যেই ১৯ বছরের স্ত্রীকে তিন তালাক।এই অভিযোগে নতুন আইনে মধ্যপ্রদেশের ২৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হল মামলা।
সাদ্দাম নামে অভিযুক্ত তালাক-ই-বিদ্দতের মাধ্যেমে তাঁর স্ত্রী আমরীন বেগমের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটনা। নতুন মুসলিম মহিলা (বিবাহের অধিকার সুরক্ষা) আইন, ২০১৯-এ এই তালাক নিষিদ্ধ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -