শ্রীহরিকোটা: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) হেভি-লিফট রকেট জিএসএলভি-এমকে৩-ডি২-র মাধ্যমে আজ কৃত্রিম উপগ্রহ জিস্যাট-২৯ কে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হল। এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে উত্তর-পূর্ব ভারত এবং জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা যাবে। জিস্যাট-২৯ নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত হওয়ায় ট্যুইট করে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



ইসরোর প্রধান কে শিবান জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২.৫০ মিনিট থেকে এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপনের প্রক্রিয়া শুরু হয়। ২৭ ঘণ্টা পরে আজ বিকেল ৫.০৮ মিনিটে উৎক্ষেপন সফল হয়। উৎক্ষেপনের ১৬ মিনিট পরে কক্ষপথে স্থাপিত হয় জিস্যাট-২৯। এই কৃত্রিম উপগ্রহর ওজন ৩,৪২৩ কেজি। প্রত্যন্ত অঞ্চলগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা এবং কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জিস্যাট-২৯।