ভিডিও গেমে আসক্তি, মা মোবাইল ফোন কেড়ে নেওয়ায় নাগপুরে আত্মঘাতী কিশোর
Web Desk, ABP Ananda | 14 Nov 2018 05:03 PM (IST)
নাগপুর: ভিডিও গেমে আসক্তি বেড়েই চলেছিল। পড়াশোনাও করছিল না। রেগে গিয়ে মোবাইল ফোন কেড়ে নেন মা। অভিমানে আত্মঘাতী হল এক কিশোর। দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর উমেশ বেসরকার জানিয়েছেন, ‘আত্মঘাতী কিশোরের নাম কৃষ সুনীল লুনাওয়াত (১৪)। সে মাহাল অঞ্চলের একটি বাড়িতে মা ও দিদির সঙ্গে থাকত। ছেলেটি ঘণ্টার পর ঘণ্টা ধরে মোবাইল ফোনে গেম খেলত। এক বছর ধরে সে স্কুলেও যাচ্ছিল না। তার মা ও দিদি বেসরকারি সংস্থায় চাকরি করেন। ফলে ছেলেটি দিনের বেশিরভাগ সময়ই বাড়িতে একা থাকত। সম্প্রতি সে ভিডিও গেম কেনার জন্য মায়ের উপর চাপ সৃষ্টি করছিল। সোমবার মুম্বই যাওয়ার সময় মোবাইল ফোন চাওয়ায় সেটি দিতে অস্বীকার করে কৃষ। তখন তাঁর মা জোর করে ফোনটি নিয়ে চলে যান। এরপরেই পাখা থেকে বিছানার চাদরে ফাঁস দিয়ে ঝুলে পড়ে ছেলেটি। সোমবার সন্ধেয় তার দিদি বাড়ি ফিরে ভাইকে মৃত অবস্থায় দেখতে পান। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’