গুজরাতের কাছে আরব সাগরে ভারতের জলসীমায় পাক উপকূলরক্ষীবাহিনী, গুলি চালিয়ে মৎস্যজীবীদের জিনিসপত্র লুঠ
Web Desk, ABP Ananda | 13 Jan 2019 01:01 PM (IST)
নয়াদিল্লি: গুজরাতের কাছে আরব সাগরে ভারতের জলসীমায় অনুপ্রবেশ করে তাণ্ডব চালাল পাকিস্তানের উপকূলরক্ষীবাহিনী। গুলি চালিয়ে মৎস্যজীবীদের আটক করে তাঁদের যাবতীয় জিনিসপত্র লুঠ করে নেওয়ার অভিযোগও উঠেছে পাক উপকূলরক্ষীবাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। পরে অবশ্য মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হয়। স্থলসীমান্তে পাক সেনার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা নতুন নয়। এবার জলপথেও একই পন্থা নিয়েছে পাকিস্তান। দু’টি নৌকায় থাকা ১২ জন মৎস্যজীবীকে আটক করা হয়। মনে করা হচ্ছে, ওই দু’টি নৌকা গুজরাতের সালায়ার ওখা বন্দর থেকে আরব সাগরে গিয়েছিল। সেই দু’টি নৌকায় থাকা জিপিএস সিস্টেম সহ যাবতীয় জিনিসপত্র কেড়ে নিয়েছেন পাক উপকূলরক্ষীবাহিনীর জওয়ানরা।