নয়াদিল্লি: আর্থিকভাবে পিছিয়ে থাকা উচ্চবর্ণের জন্য সরকারি চাকরি ও শিক্ষায় ১০ শতাংশ সংরক্ষণে সম্মতি জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে এই বিল আইনে পরিণত হল। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এর আগে গত সপ্তাহে প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভায় ১২৪-তম সংবিধান সংশোধনী বিল পাশ হয়ে যায়। লোকসভা নির্বাচনের আগে এই বিল পেশ করা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলি। কিন্তু তা সত্ত্বেও সরকার এই বিল পেশ করা থেকে বিরত হয়নি। সংসদের দুই কক্ষেই সহজে পাশ হয়ে যায় বিলটি। এরপর শুধু রাষ্ট্রপতির সম্মতি দরকার ছিল। আজ সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হল।
আর্থিকভাবে পিছিয়ে থাকা উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণে সম্মতি রাষ্ট্রপতির
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jan 2019 07:57 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -