আখের রস খাওয়ার সময় গরুর গুঁতোয় মৃত্যু বৃদ্ধর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 May 2019 01:21 PM (IST)
চিত্কার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। কিন্তু গরুটিকে কিছুতেই থামাতে পারছিলেন না তাঁরা। প্রায় পনেরো মিনিট ধরে গোপীনাথের ওপর হামলা চালায় গরুটি।
আহমেদাবাদ: আমেদাবাদের বিনোবা ভাবে নগরের ভিঞ্জোল এলাকায় গত শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে একটি স্টলে আখের রস খাচ্ছিলেন গোপীনাথ তিওয়ারি নামে এক ব্যক্তি। রাত তখন সাড়ে নটা। আচমকাই একটা গরু শিং বাগিয়ে তেড়ে এল। পালানোর ফুরসত না দিয়েই গরুটি ঝাঁপিয়ে পড়ল ৬০ বছরের বৃদ্ধ গোপীনাথের ওপর। চিত্কার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। কিন্তু গরুটিকে কিছুতেই থামাতে পারছিলেন না তাঁরা। প্রায় পনেরো মিনিট ধরে গোপীনাথের ওপর হামলা চালায় গরুটি। রক্তাক্ত অবস্থায় গোপীনাথকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভাতভা এমআইডিসি থানার পুলিশ আধিকারিকরা এই খবর জানিয়েছেন। পুলিশ এই ঘটনায় দুর্ঘটনাবশত মৃত্যুর একটি মামলা রুজু করেছে।