গুরুগ্রামে নিরাপত্তারক্ষীর গুলিতে জখম বিচারপতির স্ত্রীর মৃত্যু, ছেলে এখনও আশঙ্কাজনক
Web Desk, ABP Ananda | 14 Oct 2018 12:28 PM (IST)
ছবি সৌজন্যে এএনআই
গুরুগ্রাম: গুরুগ্রামে গতকাল নিরাপত্তারক্ষীর গুলিতে জখম হওয়া বিচারপতির স্ত্রীর রিতুর মৃত্যু হল। ছেলে ধ্রুবর অবস্থা এখনও আশঙ্কাজনক। অভিযুক্ত নিরাপত্তারক্ষী মহীপালকে গ্রেফতার করেছে পুলিশ। সে দেড় বছর ধরে অতিরিক্ত দায়রা বিচারক কৃষণ কান্তর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিল বলে জানা গিয়েছে। হঠাৎ সে বিচারপতির স্ত্রী ও ছেলেকে কেন গুলি করল, সেটা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন পূর্ব গুরুগ্রামের ডিসিপি সুলোচনা গজরাজ। গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ গুরুগ্রামের সেক্টর ৪৯-এর আর্কাডিয়া মার্কেটের বাইরে এই ঘটনা ঘটে। রিতু ও ধ্রুব সেখানে কেনাকাটা করতে গিয়েছিলেন। সঙ্গে ছিল মহীপাল। সে হঠাৎ গুলি চালিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় রিতু ও ধ্রুবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হল রিতুর।