কলকাতা: প্রবীণ সিপিআই নেতা ও প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত মারা গিয়েছেন। আজ ভোর ৬টা নাগাদ নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ৫ বারের সাংসদ গুরুদাসবাবু ইউপিএ আমলে ২জি স্পেকট্রাম কেলেঙ্কারি নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির সদস্য ছিলেন।


১৯৩৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন গুরুদাস দাশগুপ্ত। ১৯৮৫ সালে প্রথমবার রাজ্যসভার সাংসদ হন তিনি। ২০০০ সাল পর্যন্ত পরপর ৩ বার রাজ্যসভার সাংসদ হন। ২০০১ সালে দলের শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ২০০৪ সালে চতুর্দশ লোকসভায় গুরুদাসবাবু পাঁশকুড়া থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন। ২০০৯ সালে ঘাটাল থেকে ফের লোকসভার সাংসদ নির্বাচিত হন। ওই বছরই লোকসভায় সিপিআইয়ের দলনেতা ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ষীয়াণ সাংসদের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, শ্রী গুরুদাস দাশগুপ্ত নিজের মতাদর্শে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। সংসদে তাঁর কণ্ঠস্বর বারবার উচ্চকিত হত, দলমত নির্বিশেষে রাজনৈতিক মহল শুনত তাঁর মতামত। তাঁর প্রয়াণে আমি শোকাহত। তাঁর আত্মার শান্তিকামনা করি।