নয়াদিল্লি: ম্যানেজমেন্ট ট্রেনি ও ডিজাইন ট্রেনি পদের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করল হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড (হ্যাল)। ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে শূন্যপদের জন্য দরখাস্তের আবেদন জানাতে বলা হয়েছে।


হ্যাল-এর বিভিন্ন বিভাগে শূন্যপদ তৈরি হয়েছে। সব বিভাগেই যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। ইতিমধ্যেই আবেদনপত্র নেওয়াও শুরু হয়ে গিয়েছে। যোগ্য প্রার্থীরা হ্যাল-এর সরকারি ওয়েবসাইট hal-india.co.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন। কীভাবে আবেদন জানাতে হবে, হ্যাল-এর সরকারি ওয়েবসাইটে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে।


হ্যাল এমটি রিক্রুটমেন্ট ২০২১


তরুণ, দক্ষ ও নিজেদের কাজে পারদর্শী স্নাতক ইঞ্জিনিয়ারদের কাছ থেকে আবেদনপত্র চাইছে হ্যাল। আবেদন করতে বলা হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি ও ডিজাইন ট্রেনি পদের জন্য। মোট শূন্যপদ ১০০। শুধুমাত্র হ্যাল-এর সরকারি ওয়েবসাইটে গিয়েই অনলাইনে আবেদন করা যাবে। বুধবার বিকেল তিনটে থেকে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ৫ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। তবে শেষমুহূর্তের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন করতে বলা হয়েছে হ্যাল-এর পক্ষ থেকে। হ্যাল-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ছাড়া আর অন্য কোনওভাবেই আবেদন করা যাবে না। ৫ এপ্রিলের পর আর কোনওভাবেই আবেদনপত্র জমা দেওয়া হবে না।


মোট শূন্যপদ ১০০


হ্যাল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মোট শূন্যপদ ১০০। তার মধ্যে বিভিন্ন বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে নেওয়া হবে ৪০ জনকে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, মেটালার্জি ও কম্পিউটার সায়েন্স বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি নেওয়া হবে।


ডিজাইন ট্রেনি হিসেবে বিভিন্ন বিভাগে নেওয়া হবে মোট ৬০ জনকে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল ও এরোনটিক্যাল বিভাগে নেওয়া হবে ডিজাইন ট্রেনি।


হ্যাল-এর পক্ষ থেকে আবেদনকারীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোনও মাধ্যম থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় যদি নিয়োগ সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়, তাহলে সেগুলি বিশ্বাস করা উচিত নয়। একমাত্র সরকারি ওয়েবসাইটই নির্ভরযোগ্য। সরকার ওয়েবসাইট ছাড়া অন্য কোনও মাধ্যমে আবেদনপত্র গৃহীত হবে না।